আল্লাহর জন্য এবাদত - এসো হেদায়েতের পথে

Latest

অন্ধকার থেকে আলোর পথে আসি।

শুক্রবার, ৫ মে, ২০১৭

আল্লাহর জন্য এবাদত

নিজেকে একটু প্রশ্ন করি ? 
আল্লাহর সাথে প্রেম (এবাদত) না করিলে আল্লাহর কি কোন ক্ষতি হবে ?
আমরা আল্লাহর সাথে প্রেম(এবাদত) করবো নিজেদের লাভের জন্য নয় কি?
“আর যদি তোমরা এবং সারা পৃথিবীর লোক সকলেই তাহার না-শুকুরি কর তবে জানিয়া রাখ আল্লাহ বড়-বে-নিয়ায প্রশংসিত।তিনি কাহারও ইবাদত ও প্রশংসার মুখাপেক্ষী নহেন।”(আল-কোরআন,সুরা-ইব্রাহীম-আয়াত-8) 
“যে ব্যক্তি নেক আমল করে সে তাহার নিজের উপকারর্থে করে আর যেই ব্যক্তি 
খারাপ কাজ করে উহা তাহার জন্য ক্ষতি সাধন করে।”
“যেই ব্যক্তি শুকুর করে সে তাহার নিজেন স্বার্থেই করে।”
(রেফাঃতাফসির ইবনে কাসির,খন্ড-8,পৃষ্টা নং381,সুরা-আন-নামল)


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন