আল্লার সন্তুষ্টির জন্য আমল - এসো হেদায়েতের পথে

Latest

অন্ধকার থেকে আলোর পথে আসি।

শুক্রবার, ৫ মে, ২০১৭

আল্লার সন্তুষ্টির জন্য আমল

আমরা নিজেকে একটু প্রশ্ন করি ?
আল্লাহর দেয়া এতো নেয়ামত,যেমন,আলো,বাতাস ইত্যাদি ব্যবহার করে আল্লার সন্তুষ্টির জন্য আমরা কি কি করিতেছি,?
যে পাচঁটি কাজ এর উত্তর না দিয়ে হাশরের মাঠে কেউ একপা লড়াতে পারবে না।
ইবনে মাসুদ হতে বণির্ত,রাসুল (সঃ) বলেন,
(1)নিজের জীবনটা কোন কাজে ব্যায় করেছে ?
(2)যৌবন কালটা কোন কাজে ব্যায় করেছে ?
(3)অর্থ উপার্জন কোন পথে করেছে ?(হালালপথে /না হারাম পথে)
(4)অর্থ কোন পথে খরচ করেছ ?(হালালপথে /না হারাম পথে)
(5)ইসলামি জ্ঞান অর্জন করে আমল করেছে কি ?
বিঃদ্রঃ আমাদের মালিক,দয়ার সাগর,মায়ার সাগর আল্লাহর সাথে প্রেম এর প্রয়োজন আছে কি ?




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন