আল্লাহর নৈকট্য পেতে হলে যে গুন দরকার, - এসো হেদায়েতের পথে

Latest

অন্ধকার থেকে আলোর পথে আসি।

শুক্রবার, ৫ মে, ২০১৭

আল্লাহর নৈকট্য পেতে হলে যে গুন দরকার,

আল্লাহর নৈকট্য পেতে হলে যে গুন দরকার,
      (1)সবর/ধৈর্য্যঃবিপদে ধৈর্য্য করা,নামাজের মাধ্যমে আল্লার নিকট সাহায্য চাব,
      (2)শোকরঃনামাজের মাধ্যমে আল্লাহর শোকর করা,কারণ পৃথিবীতে এখনো থাকার অনুমতি দিয়েছেন,
      (3)আল্পে তুষ্টিঃঅল্পে সন্তুষ্ট থেকে আল্লাহর এবাদত করা,
      (4)ইলমঃকোরআন পড় ইসলামি জ্ঞান আহরোন করা
      (5)ইয়াকিনঃআল্লাহর প্রতি বিশ্বাস রাখা,
      (6)আত্ত সর্ম্পন,আল্লাহর নিকট নামাজের মাধ্যমে আত্ত সর্ম্পন করা,
      (7)ভরসাঃএকমাত্র আল্লহর উপর ভরসা করা,
      (8)সন্তষ্ট জীবনঃআল্লাহ যে অবস্থায় রাখেন তাতেই সন্তষ্ট থাকা,{ রেফাঃআশরাফ আলী থানবী(রঃ)}



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন