বড় পাপ কি ? - এসো হেদায়েতের পথে

Latest

অন্ধকার থেকে আলোর পথে আসি।

শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭

বড় পাপ কি ?

নিজেকে একটু প্রশ্ন করি ?
আমি কি বড় পাপ বর্জন করতে পেরেছি ?
বড় পাপ বর্জন করিলে কি লাভ ?
আল্রাহর বাণী,“তোমাদিগকে যাহা নিষেধ করা হইয়াছে তাহার মধ্যে যাহা গুরুতর,তাহা হইতে বিরত থাকিলে তোমাদের লঘুতর পাপ গুলি মোচন করিব এবং তোমাদিগকে সম্মান জনক স্থানে দাথিল করিব।”( আল-কোরআন, সুরা-নিসা-৩১)
বড় পাপ সমুহ কি ?
(১) আল্লাহর সহিত শিরিক (অংশিদার) করা।
(২)আন্যায় ভাবে কোন মুমিন(মানুষ)কে হত্যা করা ।
(৩)যুদ্বক্ষেত্র হইতে পলায়ন করা ।
(৪)ইয়াতীমের মাল ভক্ষণ করা।
(৫)সুদ খাওয়া ।
(৬)সতী-সাধবী নারীর প্রতি মিত্যা অপবাদ আরোপ করা ।
(৭) পিতা মাতার অবাধ্য হওয়া।
(৮) কিবলা(কাবা ঘড়) এর মর্যাদা ক্ষুণ করা।
( রেফাঃতাফছির -ইবনে কাছির,খন্ড-৩ পৃষ্টা নং৪৫ সুরা-নিসা -৩১)
বিঃদ্রঃ সুসংবাদ রাসুল (সঃ) পক্ষথেকেঃ
আবু হুরায়রা (রাঃ) হতে বর্নিত,রাসুল(সঃ) বলেন,যে ব্যক্তি
(১) পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিবে ।
(২) রমজানের রোজা রাখিবে।
(৩) যাকাত দিবে ।
(৪)বড় পাপ হইতে বাচিয়া থাকিবে, তাহার জন্য বেহেস্তের সমস্ত দরজা খুলিয়া
রাখা হইবে । আর তাহাকেবলা হইবে নিরাপদে (জান্নাতে)প্রবেশ কর।
( রেফাঃতাফছির -ইবনে কাছির,খন্ড-৩ পৃষ্টা নং৪৪ সুরা-নিসা -৩১)


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন